আর্ন্তজাতিক: ভারতের গণমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে,অঙ্গদান নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে বিশেষ পদক্ষেপ নিল ভারত সরকার।পদক্ষেপের অংশ হিসাবে,যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অঙ্গদান করবেন, তাঁরা বাড়তি ৪২ দিন ছুটি পাবেন। কেন্দ্রীয় সরকারের কর্মিবর্গ দফতরের তরফে জানানো হয়েছে, ‘স্পেশাল ক্যাজুয়াল লিভ’ (স্পেশাল সিএল) হিসেবে সেই ছুটি দেওয়া হবে সরকারি কর্মচারীদের।
জনসচেতনতা বাড়াতে দিনকয়েক আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অধীনস্থ ‘ন্যাশনাল অর্গ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্ল্যান্ট অর্গাইনাইজেশন’-র তরফে নতুন করে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় স্তরের ওই প্রতিষ্ঠানের বলা হয়েছে, অঙ্গদানের বিষয়ে আরও মানুষ সচেতন হয়ে উঠবেন।
সূত্র: জনকণ্ঠ । Janakantha
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |