প্রচ্ছদ জাতীয় বিয়ের প্রলোভনে শ্লী’লতাহানি, কলেজ ছাত্রদল আহবায়ক গ্রেফতার

বিয়ের প্রলোভনে শ্লী’লতাহানি, কলেজ ছাত্রদল আহবায়ক গ্রেফতার

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে শ্লীলতাহানির অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জুয়েল রানাকে রবিবার রাতে পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জুয়েল রানা পৌর শহরের সাহেদনগর বেপারীপাড়া মহল্লার মোয়াজ্জেম আলীর ছেলে। এর আগে বিয়ের প্রলোভনে শারীরিক সর্ম্পক ও বিয়ে না করার জন্য ভুক্তভোগীর বড় বোন সম্পা খাতুন গত ৯ ডিসেম্বর রাতে বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, জুয়েলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

সুত্র: জনকণ্ঠ