
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আইন বিভাগের ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ বিয়ের পিঁড়িতে বসেছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের কিছু ছবি ভাইরাল হয়েছে, যেখানে তাকে শেরওয়ানি পরিহিত অবস্থায় দেখা গেছে। তার পাশে বসে আছেন হালকা গোলাপি রঙের শাড়ি পরা এক তরুণী।
ছবিগুলো ছড়িয়ে পড়ার পর থেকেই বন্ধুবান্ধব এবং অনুসারীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন। অনেকেই মন্তব্য করছেন, “অবশেষে আব্দুল্লাহ নতুন জীবনের যাত্রা শুরু করলেন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন ছাত্র সাইয়েদ আব্দুল্লাহ প্রথম আলোচনায় আসেন ‘ছাগল কাণ্ড’ ঘটনার মাধ্যমে। এরপর থেকেই তিনি সামাজিক মাধ্যমে বেশ পরিচিত মুখ হয়ে ওঠেন।
বিয়ের অনুষ্ঠানটি ঘরোয়া পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। তবে এখনো সাইয়েদ আব্দুল্লাহ তার বিয়ের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।
সাইয়েদ আব্দুল্লাহর এই নতুন জীবনের যাত্রা শুভ ও মধুময় হোক—এমনটাই কামনা করছেন তার বন্ধু, অনুসারী ও শুভাকাঙ্ক্ষীরা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |