প্রচ্ছদ আর্ন্তজাতিক বিয়েতে রাজি না হওয়ায় টিভি উপস্থাপককে তুলে নিয়ে গেলেন তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় টিভি উপস্থাপককে তুলে নিয়ে গেলেন তরুণী

হর হামেশাই শোনা যায় বিয়ের জন্য তরুণীকে অপহরণ করা হয়েছে। এক কথায় বিয়ের জন্য নারী অপহরণের একাধিক ঘটনা আছে। তবে এবার ঠিক এর উল্টো ঘটনা ঘটেছে ভারতের হায়দ্রাবাদে।

বিয়েতে রাজি হচ্ছিল না এক টিভি উপস্থাপক। এর জেরে ধরে তাকে তুলে নিয়ে গেলেন এক তরুণী। এ অভিযোগে ইতিমধ্যেই ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী বিয়ের জন্য উপস্থাপককে অপরহণ করেছিলেন বলে শুক্রবার হায়দ্রাবাদ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

পুলিশ বলছে, ওই তরুণী উপস্থাপকের গাড়িতে তার গতিবিধির ওপর নজর রাখতে অবস্থান শনাক্তকারী যন্ত্র স্থাপন করেছিলেন। অভিযুক্ত ৩১ বছর বয়সী তরুণী ডিজিটাল মার্কেটিং–সংক্রান্ত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনা করেন।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, ওই তরুণী দুই বছর আগে বিয়ে ও পাত্র-পাত্রীর খোঁজসংক্রান্ত একটি ওয়েবসাইটে ওই উপস্থাপককের ছবি দেখে পছন্দ করেন। পরবর্তীতে তিনি বুঝতে পারেন, ওই ওয়েবসাইটে পাত্রের প্রোফাইলে কেউ একজন নিজের ছবি ব্যবহার না করে ওই উপস্থাপকের ছবি ব্যবহার করেছেন।

এরপর ওই ওয়েবসাইটে অভিযুক্ত তরুণী একটি নাম্বার পান যা ব্যবহার করতেন ওই উপস্থাপক। পরে অভিযুক্ত তরুণী উপস্থাপকের সঙ্গে মেসেঞ্জার অ্যাপে যোগাযোগ করেন এবং জানান তার ছবি ব্যবহার করে কেউ বিয়ের সাইটে আইডি চালাচ্ছেন। এ নিয়ে তখন ওই উপস্থাপক সাইবার পুলিশ স্টেশনে অভিযোগ করেন।

তবে এর পরেও ওই তরুণী উপস্থাপকের সঙ্গে যোগাযোগ চালিয়ে যান। পুলিশ জানায়, সেইসময় ওই উপস্থাপক অভিযুক্ত তরুণীর নাম্বার ব্লক করে দেন। তবে ওই তরুণী একপ্রকার প্রতিজ্ঞা করেন তিনি উপস্থাপককে বিয়ে করবেন এবং তাকে অপহরণের পরিকল্পনা করেন।

তাই পরিকল্পনা অনুযায়ী তিনি চারজনকে ভাড়া করেন এবং ওই উপস্থাপকের গতিবিধি নজর রাখতে তার গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস লাগানো হয়।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১১ ফেব্রুয়ারি ওই চারজন উপস্থাপককে অপহরণ করেন এবং তাকে ওই তরুণীর অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ব্যাপক মারধর করা হয়েছে। এসময় প্রাণের ভয়ে ওই উপস্থাপক তরুণীর প্রস্তাবে রাজি হন। এরপর তাকে ছেড়ে দেওয়া হয়।

পরে ওই উপস্থাপক উপ্পাল পুলিশ স্টেশনে অভিযোগ করেন। ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ২৬৩, ৩৪১, ৩৪২ এবং এ–সংক্রান্ত বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়। এরপরেই তদন্তে নেমে পুলিশ অভুযুক্ত তরুণী ও চারজন ভাড়াটে অপহরণকারীকে গ্রেপ্তার করেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।