
উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে দেশটির বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই চালক নিহত হয়েছেন। নিহত দুই পাইলট সেনা কর্মকর্তা ছিলেন। মরক্কোর সামরিক বাহিনী রয়েল আর্মড ফোর্স মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
আজ মঙ্গলবার মরক্কোর উত্তরাঞ্চলে ফেজ-সাইস বিমানবন্দরে ঘটেছে এই ঘটনা। করে বিবৃতিতে রয়েল আর্মড ফোর্স জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটি একটি আলফা জেট ট্রেইনার যুদ্ধবিমান। বিমান বাহিনীর নবীন কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য এই বিমান ব্যবহার করে মরক্কো। রুটিন ট্রেইনিং মিশনের অংশ হিসেবে আজ বিমানটি উড়িয়েছিলেন বিমান বাহিনীর দুই নবীন কর্মকর্তা।
আরও পড়ুনঃ মাইলস্টোন ট্রাজেডি: ঝরে গেল মাকিন নামে ১৩ বছরের আরও একটি ফুল
ওড়ার সময় কোনো সমস্যা হয়নি, কিন্তু নামার সময় বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করার আগেই বিধ্বস্ত হয় বিমানটি এবং পাইলট ও সহ-পাইলট ঘটনাস্থলেই নিহত হন।
বিমান বিধ্বস্তের ঘটনায় আর কারো নিহত বা আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা ও স্পষ্ট নয়। রয়েল আর্মড ফোর্স জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটি ইতোমধ্যে কাজও শুরু করেছে।
গত ২১ জুলাই বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরা এলাকা মাইলস্টোন নামের একটি স্কুলের ভবনে বিধ্বস্ত হয় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিধ্বস্ত হওয়ার পর বিস্ফোরণ ও তার জেরে সৃষ্ট আগুনে নিহত হয়েছে ৩৪ জন। নিহতদের প্রায় সবাই স্কুলটির শিক্ষার্থী ছিল।