প্রচ্ছদ আন্তর্জাতিক বিপর্যয়কর পরাজয় সুনাকের, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার!

বিপর্যয়কর পরাজয় সুনাকের, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার!

আন্তর্জাতিক :বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র বৃটেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৪ই জুলাই অনুষ্ঠিত হয়ে গেল বৃটিশ পার্লামেন্টের সাধারণ নির্বাচন। আর এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। সবাই অপেক্ষায় আছেন কে বসছেন প্রধানমন্ত্রীর চেয়ারে তা জানতে? হয়তোবা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের চূড়ান্ত ফলাফলের মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে পুরো চিত্র। তবে নির্বাচনের ফলাফল কী হতে পারে তারই পূর্বাভাস প্রকাশ করেছে বৃটেনের তাবড় সংবাদ মাধ্যম বিবিসি, আইটিভি ও স্কাই নিউজ-এর এক্সিট পোল। এর পূর্বাভাস বলছে, কনজারভেটিভ সরকারের একটানা দীর্ঘ ১৪ বছরের অবসান ঘটতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর চেয়ারে বসছেন লেবার নেতা স্যার কিয়ার স্টারমার। বিদায় নিচ্ছেন ঋষি সুনাক।

বৃহঃস্পতিবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে বিবিসি, আইটিভি এবং স্কাই নিউজ নির্বাচনের আগাম ফলাফল (Exit Poll) প্রকাশ করেছে। এক্সিট পোল-এর হিসাব বলছে মোট ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে লেবার পার্টি পাবে ৪১০ আসন, ১৩১ আসন পাবে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি, ৬১টি লিবারেল ডেমোক্রেটিক, ১৩টি পাবে রিফর্ম পার্টি, ১০টি পাবে স্কটিশ ন্যাশনাল পার্টি, ৪টি পাবে প্লাইড সিমরু, ২টি গ্রীন পার্টি এবং ১৯টি আসন পাবে অন্যান্য । ভোট গ্রহণ শেষে গণনা চলছে। নির্বাচনী বিশ্লেষকরা বলছেন, চূড়ান্ত ফলাফলের সাথে এক্সিট পোল-এর পূর্বাভাসে ৫ থেকে ১০টি আসনের পার্থক্য হতে পারে। বিপর্যয়ের মধ্যে দিয়ে অবসান হবে টোরি শাসনের, ক্ষমতায় আসছে লেবার পার্টি দীর্ঘ ১৪ বছর পর।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৪৩.৬% ভোট পেয়ে একাই ৩৬৫ আসন পেয়ে সরকার গঠন করে। তখন লেবার পার্টি পেয়েছিলো ২০৩ আসন।