প্রচ্ছদ অন্যরকম বিদায় অনুষ্ঠানে অশ্লীল নাচ, তীব্র সমালোচনা

বিদায় অনুষ্ঠানে অশ্লীল নাচ, তীব্র সমালোচনা

অন্যরকম: সিংড়া গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে ভ্যারাইটি শো ও অশ্লীল নৃত্য পরিবেশ করা হয়েছে। সেই নৃত্য পরিবেশনের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে সাধারণ শিক্ষার্থীসহ সচেতন মহলের মাঝে সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে।

অভিযোগ উঠেছে, সিংড়া জিএ কলেজ ছাত্র সংসদের ভিপি ও নাটোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আলী বাজারি নর্তকিদের ভাড়ায় এনে এই আয়োজন করেছেন। আর বিদায় শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার নামে জোরপূর্বক ৩০০ টাকা করে চাঁদাও আদায় করেছেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত ছাত্র সংসদের ভিপি মাসুম আলীর মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি। পরে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন বলেন, তিনি প্রথম পর্বে অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করে নিজ কক্ষে চলে এসেছেন। পরে সেই মঞ্চে কি ঘটেছে জানা নেই। কোথায় থেকে শিল্পী এসেছে, বা কারা এনে এই ধরনের নাচ পরিবেশ করেছে বিষয়গুলো জেনে ব্যবস্থা নেবেন।