
অপরাধ: নাটোরের বড়াইগ্রামে আবু বক্কর সরকার নামে স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আবু বক্করের ছেলে সুমন সরকার অভিযোগ করে বলেন, রাত আড়াইটার দিকে আমাদের বাসার নিচতলার রান্না ঘরের গ্রিল কেটে ৫ থেকে ৭ জনের সশস্ত্র ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এরপর তারা অস্ত্রের মুখে বাড়ির সদস্যদের জিম্মি করে বিভিন্ন ঘরে ঢুকে নগদ ৭ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটে নিয়ে চলে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিল নেলী জানান, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সূত্র : চ্যানেল২৪











































