
বিএনপি-জামায়াত যে কারও সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জোট হতে পারে বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, যেহেতু দেশ একটি সংকটের মুহূর্তে রয়েছে, এই অবস্থায় বিএনপি ও জামায়াত যদি সংস্কারের বিষয়ে একটি জায়গায় আসে এবং ভবিষ্যতে সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি কিংবা জামায়াত যে কারও সঙ্গে এনসিপির জোট হতে পারে।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাংলামটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এনসিপির ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ এর আয়োজন করে।
সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, চারদলীয় জোট কিংবা মহাজোট– কোনোভাবেই কাজ করবে না। কেননা, প্রতিটি দলকে তাদের নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। প্রতীক বিক্রি করার কোনো সুযোগ নেই। এ কারণে অনেক দলের মাথা গরম হয়ে গেছে। তারা সরকারকে চাপ দিয়ে আরপিও পরিবর্তনের চেষ্টা চালাচ্ছে। আমি অন্যান্য দলের প্রতি আহ্বান জানাব, আপনারা দু-একটি সিটের জন্য নিজেদের পরিশ্রম ও স্বপ্নকে বিক্রি করবেন না।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি ও জামায়াত তাদের দাবি জানিয়েছে। তাদের এক টেবিলে বসানোর জন্য এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি এবং গণতন্ত্র মঞ্চের ছয় দল একসঙ্গে বসেছিলাম। আমরা ইতোমধ্যে দুই দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি সমাধানের জন্য। কিন্তু বিএনপি ও জামায়াতের মধ্যে মল্লযুদ্ধ হচ্ছে। সরকার আপনাদের কোর্টে বল ঠেলে দিয়েছে। আপনারা যদি সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে এটা আপনাদের জন্য লজ্জার বিষয়। তিনি বলেন, সংস্কার ও বিচার ইস্যুতে একমত হলে ৯ দলের মধ্যে রাজনৈতিক জোট হতে পারে।
জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা বলেন, মানুষের কাছে আহ্বান থাকবে, আপনাদের এলাকার সবচেয়ে সৎ ও যোগ্য মানুষকে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করতে উদ্বুদ্ধ করুন।
সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কিংবা অনলাইনে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। মনোনয়ন ফরমের সর্বনিম্ন মূল্য হবে ১০ হাজার টাকা। কেউ চাইলে এর বেশিও দিতে পারেন। তবে জুলাইযোদ্ধাদের ক্ষেত্রে এই ফরমের মূল্য দুই হাজার টাকা। আগামী ১৫ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম প্রমুখ।









































