
বিএনপি ছেড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানার ৫৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।
ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে রফিকুল বাসেত লেখেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত। দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির গাজীপুর মহানগর মুক্তিযোদ্ধা দলের সভাপতি এবং কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। আজ আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি বিএনপি ও এর সব অঙ্গসংগঠনের দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।’
তিনি আরও লেখেন, ‘দীর্ঘ আত্মসমালোচনা, উপলব্ধি ও চিন্তার পর আমি ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি এবং সেই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগরের নায়েবে আমির, গাজীপুর-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হোসেন আলী ও মহানগর সহকারী সেক্রেটারি আফজাল হোসেন ভাইয়ের মাধ্যমে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি বিশ্বাস করি, ইসলামী জীবনব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার সর্বোত্তম পথ। রাজনৈতিক জীবনে অনেক ভুল-ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি এবং দোয়া কামনা করছি, যেন আল্লাহ আমাকে সত্য ও ন্যায়ের পথে অবিচল রাখেন। আল্লাহুম্মা আমীন।’
জামায়াতে যোগদান শেষে এক প্রতিক্রিয়ায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল বাসেত বলেন, জামায়াতে ইসলামীর মাধ্যমে দেশে দ্বীন প্রতিষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী আল্লাহ ও আল্লাহর রাসুলের পথে পরিচালিত হয়। আমার অন্তরের চাহিদা ছিল জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার। দীর্ঘ আত্মসমালোচনা, চিন্তা-উপলব্ধির পর ইসলামী আদর্শে জীবন পরিচালনার সিদ্ধান্ত থেকেই জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। মহান আল্লাহপাক যেন আমাদের মৃত্যু পর্যন্ত মুজাহিদ হিসেবে কবুল করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আমল থেকে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আজ স্বেচ্ছায় জামায়াতে ইসলামীতে যোগদান করলাম।










































