
রাজনৈতিক: বগুড়ার নন্দীগ্রামে বিএনপির সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের স্বাক্ষর ও সিল জালিয়াতির মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১ এপ্রিল) বগুড়ার নন্দীগ্রাম থানা আমলী আদালতে মামলার শুনানিকালে কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মোছা. সঞ্চিতা ইসলাম।
আওয়ামী লীগ নেতা তারেক হোসেন নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর এলাকার বাসিন্দা ও ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এজাহার সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন যুক্তরাষ্ট্রে থাকাকালে তার স্বাক্ষর ও সিল ফটোশপে স্ক্যান করে জালিয়াতি করেন আওয়ামী লীগ নেতা তারেক। প্রতারণা করে নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার সভাপতি নিয়োগের ভুয়া সুপারিশের প্রত্যয়ন তৈরি করে। মাদ্রাসার সভাপতি সেজে মিটিং করাসহ নিয়োগপত্রে স্বাক্ষর ও সিল জাল করে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক কালবেলাকে বলেন, মামলাটি বিচারের জন্য জেলা দায়রা জজ আদালতে পাঠানো হয়েছে। ২০২২ সালে বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেনের পিএস ও বর্তমান উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে তারেক হোসেনকে আসামি করে আদালতে মামলা করেন।
তিনি বলেন, সোমবার আসামি পক্ষের আইনজীবীর উপস্থিতিতে দুই ঘন্টা শুনানি হয়। বিচারক কাগজপত্র ও সিআইডির প্রতিবেদন পর্যালোচনা করে আসামি তারেক হোসেনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |