
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি নতুন দায়িত্বে নিয়োগ দিয়েছে দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হুমায়ুন কবিরকে। তাঁকে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অনুমোদনক্রমে এই পদায়ন করা হয়েছে। হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের বিভিন্ন দায়িত্ব সফলভাবে পালন করে আসছেন। তিনি দীর্ঘদিন লন্ডনে স্থানীয় রাজনীতিতে সক্রিয় থাকার পর বাংলাদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ সহযোগীর দায়িত্বে রয়েছেন। দলের পক্ষ থেকে তাঁকে নতুন দায়িত্ব পালনে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়েছে।
হুমায়ুন কবির আগামী নির্বাচনে তিনি গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলীর নির্বাচনী আসন সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর)-এ ভোটে লড়ার আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যে তিনি গোটা নির্বাচনী আসনে গনসংযোগ ও মতবিনিময় করে ব্যাপক সাড়া জাগিয়েছেন। তার এ নতুন পদায়ন দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার সৃষ্টি করেছে।
সূত্র : জনকণ্ঠ









































