
সংসদ নির্বাচনে বগুড়ায় বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্প্রতি তিনি নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ওই বৈঠক করেন।
দলীয় সূত্রে জানা যায়, বগুড়ার সাতটি সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৩৯ নেতা কয়েক মাস থেকে মাঠে কাজ করছেন। এর মধ্যে ২৪ জনের সঙ্গে গত ১১ অক্টোবর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে ভার্চুয়ালি কথা বলেন তারেক রহমান। পরে গত ১৪ অক্টোবর রাতে তারেক রহমান পাঁচটি আসনের পাঁচ মনোনয়নপ্রত্যাশী নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন। এসময় তিনি নির্বাচনের প্রস্তুতি নিয়ে খোঁজ খবর নেন।
এই পাঁচ নেতা হলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে শিবগঞ্জ বিএনপির সভাপতি অধ্যক্ষ মীর শাহে আলম, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাচিয়া) আসনে আদমদীঘি বিএনপির সভাপতি আব্দুল মোহিত তালুকদার, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন এবং বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।
তারেক রহমানের ফোন পাওয়া আব্দুল মোহিত তালুকদার বলেন, ১৪ অক্টোবর রাত ১১টার দিকে তারেক রহমান ফোন করে নির্বাচন সর্ম্পকে খোঁজ খবর নেন। মাঠে গণসংযোগ বাড়াতে বলেন।
কাজী রফিকুল ইসলাম বলেন, রাত পৌনে ১১টার দিকে তারেক রহমান ফোন করে নির্বাচনীর প্রস্তুতি সর্ম্পকে জানতে চান। বিশাল বিজয় আনার ব্যাপারে তিনি পরামর্শ দেন।
মনোনয়নপ্রত্যাশী ধুনট বিএনপির সভাপতি তৌহিদুর রহমান মামুন বলেন, আমাদের নেতা তারেক রহমান ধানের শীষের জন্য কাজ করতে বলেছেন, তাই আমরা একাট্টা হয়ে কাজ করছি।
সুত্রঃ সমকাল