প্রচ্ছদ জাতীয় বিএনপির মনোনয়নে প্রাধান্য পাবেন যারা

বিএনপির মনোনয়নে প্রাধান্য পাবেন যারা

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এ পরিস্থিতিতে দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন-একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এতে ভোট দিতে জনগণ মুখিয়ে আছেন। প্রার্থী বাছাইয়ে জরিপ চলছে জানিয়ে বলেন, প্রাধান্য দেওয়া হবে অপেক্ষাকৃত তরুণদের। নির্বাচনি ইশতেহার তৈরি হচ্ছে জানিয়ে বলেন, সেখানে অগ্রাধিকার পাবে কর্মসংস্থান।

গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র রিপোর্টার তারিকুল ইসলাম।

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

বড় দল হিসাবে এবার প্রতিটি আসনে বিএনপির একাধিক নেতা মনোনয়ন চাইবেন। প্রার্থী ঠিক করতে কোনো জরিপ হচ্ছে কি না?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘হ্যাঁ, জরিপ তো হচ্ছেই।’

সাক্ষাতকারে বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়, দেশের মোট ভোটারের প্রায় এক-তৃতীয়াংশই তরুণ। এবার মনোনয়নের ক্ষেত্রে তরুণ নেতাদের কতটা প্রাধান্য দেওয়া হবে?- জবাবে তিনি বলেন, ‘সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে।’

প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে কী কী বৈশিষ্ট্য প্রাধান্য পাবে?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘প্রার্থীর জনপ্রিয়তা। তার নির্বাচন করার ক্ষমতা ও সাংগঠনিক দক্ষতা। জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা। বিগত আন্দোলনে তার অংশগ্রহণ কেমন ছিল।’

এবার বিদ্রোহী প্রার্থী প্রতিরোধে বিএনপি কতটুকু সক্ষম হবে?- এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সব সময়ই বিএনপির অনেক প্রার্থী ছিল। প্রার্থীদের বিএনপি ঠিকই হ্যান্ডল করতে পেরেছে।’

নির্বাচনি ইশতেহার প্রণয়নের কাজ বিএনপি শুরু করেছে কি না?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ব্রড আউটলাইনগুলো তৈরি করছে। পুরোটা তৈরি করবে যখন নির্বাচনের তফশিল ঘোষণা হবে।’