
মাগুরার গ্রামে সামাজিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই দলের মধ্যে সোমবার সকালে সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ২৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মাগুরার সদর উপজেলার হাজরাপুর ইউপির রামনগর গ্রামে সামাজিক দলাদলিকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় বিএনপির দুই দলের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। উভয় পক্ষ দেশী অস্ত্র, লাঠি, ইট ও পাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ফলে উভয় পক্ষের ৪০ জন আহত হয়। তাদের মধ্যে ২৫ জনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ টহল চলছে।
এদিকে, শনিবার রাতে সদর উপজেলার হাজরাপুর ইউপির আমলখালী বাজার থেকে ডেকোরেটর ব্যবসায়ী আজিজুল (৩৫) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ফরিদপুরে নেওয়ার পথে মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেন। তবে প্রতিপক্ষের বক্তব্য, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
এরই জের ধরে এলাকায় এই দুই দলের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল।
সূত্র : জনকণ্ঠ







































