প্রচ্ছদ জাতীয় বিএনপির কিছু পাতি নেতা বাসায় গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে: ইলিয়াস...

বিএনপির কিছু পাতি নেতা বাসায় গিয়ে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে: ইলিয়াস হোসাইন

স্বৈরাচার আওয়ামী লীগের দালাল -দৈনিক জনকণ্ঠ (জঘন্য কন্ঠ) পত্রিকার মালিকের ছেলে ‘র’ – এর এজেন্ট জিশাল আতিকুল্লাহ খান। সে তার অফিসের কর্মচারী ওমর ফারুককে মারার ভিডিও আপনারা বিভিন্ন মাধ্যমে দেখেছেন।

ঐ ভুক্তভোগী কর্মচারী ৩ বার এই ‘র’ এজেন্ট ও তার পেটুয়া বাহিনী দ্বারা শারিরীক ভাবে নির্যাতনের শিকার হয়েছেন। ওমর ফারুক বহুবার মামলা করতে চাইলেও স্বৈরাচার সরকারের প্রভাবে ও তার হুমকিতে মামলা পর্যন্ত করতে পারেনি।

নতুন এই স্বাধীন দেশে ন্যায় বিচারের আশায় সে মামলা করেছে। মামলা নং ৯১৪/২০২৫ (হাতিরঝিল আমলী) তারিখ ১৭/০৮/২০২৫ ইং। আমার কাছে বিভিন্ন নির্ভরযোগ্য মাধ্যম থেকে খবর আসছে, মামলা তুলে নেওয়ার জন্য বিএনপির কিছু পাতি নেতা তার বাসায় গিয়ে এবং ফোনে হুমকি দিচ্ছে এবং হাতিরঝিল থানার ওসি তদন্ত ও মামলার দ্বায়িত্ব প্রাপ্ত এসআই আল আমিন কে বিভিন্ন মাধ্যমে আর্থিক প্রলোভন দেখানোর চেষ্টা করছে।

আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি যেখানে ভিডিও ফুটেজ সহ সুস্পষ্ট প্রমান রয়েছে। আপনারা কোন ভাবেই স্বৈরাচারের পক্ষ নিবেন না। এই স্বৈরাচারের বিচার স্বাধীন বাংলার মাটিতে হবে।

আর হ্যা ইতিমধ্যে অর্থঋণ আদালত থেকে জিশাল, তার মা আর ভাইয়ের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা জারি হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত আসছে খুব শীঘ্রই।