
গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী সমাবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদেরকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বরমী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুবদল নেতা সেলিম ফকির ও সিরাজ হোসেন ও ওয়াদুদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে বরমী বাজারে জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ এক মাদকবিরোধী সমাবেশের আয়োজন করে। এতে জেলা পুলিশ সুপার আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। বিকেলে সমাবেশের সমর্থনে একটি মিছিল অনুষ্ঠান স্থলে যাওয়ার সময় ৩০ থেকে ৪০ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে দুই গ্রুপের অন্তত ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত সেলিম ফকির, ওয়াদুদ ও সিরাজ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ব্যাপারে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সুূুত্রঃ চ্যানেল 24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |