প্রচ্ছদ জাতীয় বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদকে কুপিয়ে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে আবু সাঈদকে কুপিয়ে হত্যা

বগুড়ায় আবু সাঈদ নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। তিনি ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। আবু সাঈদ অটোভ্যান ও রিকশা গ্যারেজের ব্যবসা করতেন। তিন মাস আগে তিনি বালুর ব্যবসাও শুরু করেছিলেন।

নিহত আবু সাঈদের ভাই রিপন জানান, শুক্রবার রাত ১২টার পর কে বা কারা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি ফোনে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হন। কিছুদুর যাওয়ার পর অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে যায়। স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন জানান, আবু সাঈদ হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।