প্রচ্ছদ জাতীয় বাংলাদেশের সঙ্গে রোজা শুরু, মালয়েশিয়ায় ঈদ সৌদির সঙ্গে

বাংলাদেশের সঙ্গে রোজা শুরু, মালয়েশিয়ায় ঈদ সৌদির সঙ্গে

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় আজ মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হবে।

তবে মালয়েশিয়ায় এবার রমজান মাস ২৯ দিন স্থায়ী হয়েছে। যদিও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাসিন্দারা ৩০টি রোজা রেখেছেন।

মালয়েশিয়ায় রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। ওই একই দিনে বাংলাদেশেও পবিত্র ও মহিমান্বিত এ মাস শুরু হয়েছিল। মালয়েশিয়ায় বাংলাদেশের সঙ্গে একই দিনে রমজান শুরু হলেও; ঈদ উদযাপিত হচ্ছে সৌদির সঙ্গে।

সংবাদমাধ্যম মরক্কো ওয়ার্ল্ড নিউজ জানিয়েছে, মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠাকিভাবে ঘোষণা দিয়েছে দেশটিতে ঈদ উদযাপিত হবে বুধবার ১০ এপ্রিল। মালয়েশিয়ায় ঈদুল ফিতর “হারি রায়া এদিলফিতরি” নামে পরিচিত।

এদিকে গতকাল সোমবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় ১০ এপ্রিল ঈদ পালিত হবে।

সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১১ মার্চ থেকে। সে হিসেবে গতকাল দেশগুলোতে রমজানের ২৯তম দিন ছিল।

তবে মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা না গেলেও আফ্রিকার দুই দেশ মালি ও নাইজারে গতকাল সোমবার পশ্চিম আকাশে শাওয়ালের চাঁদ দেখা যায়। আর এ কারণে এ দুটি দেশে আজ মঙ্গলবারই ঈদ পালিত হচ্ছে। দেশগুলোর বাসিন্দারা ২৯টি রোজা রেখেছেন।

নাইজারের চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির পাঁচটি রাজ্যে চাঁদ দেখা যায় বলে জানিয়েছে বিবিসি হাউসা।অপরদিকে মালির ধর্মবিষয়ক মন্ত্রণালয় সোমবার চাঁদ দেখতে পাওয়ার তথ্য জানায়।আফ্রিকার এ দুটি দেশে মঙ্গলবার ঈদ হলেও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো কাল বুধবারই ঈদ পালন করবে।

শাওয়াল মাসের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় মহিমান্বিত দেশ পবিত্র রমজান মাস। এরপর শুরু হয় খুশির ঈদ।বাংলাদেশে আজ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। দেশের কোথাও চাঁদ দেখা গেলে কমিটির কাছে জানানোর আহ্বান জানানো হয়েছিল। তবে চাঁদ দেখা না যাওয়ায় বৃহস্পতিবার ঈদ উদযাপনের ঘোষণা দেওয়া হয়।

বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয় গত ১২ মার্চ। সে হিসেবে আজ বাংলাদেশে রমজানের ২৯তম দিন ছিল। তবে এবার রমজান মাসটি ৩০ দিনেরই হয়েছে।

তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানে রোজা ২৯টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবারই চাঁদ দেখা যাবে। কারণ গতকালই চাঁদটির জন্ম হয়েছে।

সূত্র: মরক্কো ওয়ার্ল্ড নিউজ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।