প্রচ্ছদ আন্তর্জাতিক বাঁচতে চাইলে এ মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ

বাঁচতে চাইলে এ মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে, যা সাধারণের চেয়ে বেশ শক্তিশালী। পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিকদের পরামর্শে রাশিয়ার পূর্ব কামচাটকা অঞ্চলের জনগণকে উপকূল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।

রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা অঞ্চলের গভর্নর বাসিন্দাদের উপকূলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরার।

আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রামে বলেছেন, সুনামির সতর্কতা জারি করা হয়েছে এবং ঢেউয়ের শক্তি নির্ধারণ করা হচ্ছে। আমি সবাইকে সুনামিপ্রবণ এলাকায় উপকূলরেখা থেকে দূরে থাকার এবং লাউডস্পিকারে ঘোষণা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি।

এই অঞ্চলে উপকূলীয় শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি অবস্থিত, যার জনসংখ্যা প্রায় ১ লাখ ৮০ হাজার।

বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে ৮.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যার ফলে ৪ মিটার (১৩ ফুট) পর্যন্ত সুনামি সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতের খবর পাওয়া গেছে। এ ছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, আজকের ভূমিকম্পটি ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী। একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি জানান।

কামচাটকার কিছু অংশে ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভ বলেছেন, উপদ্বীপের উপকূলরেখা থেকে লোকজনকে দূরে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটি ১৯.৩ কিলোমিটার (১২ মাইল) গভীরতায় আঘাত হানে, যা অগভীর ছিল এবং এর কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূল বরাবর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির ১২৬ কিলোমিটার (৮০ মাইল) পূর্ব-দক্ষিণ-পূর্বে।

আশঙ্কা করা হচ্ছে, ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। আফটার শক শক্তিশালী হলে পরিস্থিতি আরও খারাপ হবে। রাশিয়ার পাশাপাশি উচ্চ সতর্কতা বাজায় রাখছে জাপান। দেশটির পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-তে প্রচার করা হচ্ছে, ‘দয়া করে দ্রুত সরে যান। যদি সম্ভব হয় তাহলে দ্রুত উঁচু স্থানে এবং উপকূল থেকে দূরে সরে যান।’