প্রচ্ছদ জাতীয় বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম, আসছে আরো যেসব পরিবর্তন

বদলে যাচ্ছে ডিসি-ইউএনও পদের নাম, আসছে আরো যেসব পরিবর্তন

জনপ্রশাসনের প্রশাসনিক কাঠামোতে আমূল পরিবর্তন আনতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত নির্দেশের ভিত্তিতে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিশনের ১০টি সুপারিশ দ্রুত বাস্তবায়নের কাজ শুরু করেছে, যার মধ্যে অন্যতম হলো জেলা প্রশাসক (ডিসি) পদের নাম পরিবর্তন করে ‘জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কমিশনার’ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদের নাম পরিবর্তন করে ‘উপজেলা কমিশনার’ করা।

এই সংস্কারের কেন্দ্রীয় অংশ হিসেবে উপসচিব থেকে সচিব পর্যন্ত পদগুলোর জন্য সুপিরিয়র এক্সিকিউটিভ সার্ভিস (এসইএস) গঠন করা হবে, যেখানে সব ক্যাডার থেকে অন্তত দশ বছরের চাকরির অভিজ্ঞতাসম্পন্ন সিনিয়র স্কেলপ্রাপ্ত কর্মকর্তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ দিতে পারবেন, যা মেধার প্রাধান্য নিশ্চিত করে আন্তঃসার্ভিস বৈষম্য দূর করবে বলে আশা করা হচ্ছে। এই এসইএস-এ উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব পদের জন্য প্রতি বছর আলাদা পরীক্ষা হবে এবং বর্তমানে উপসচিব থেকে সচিব পর্যন্ত পদগুলোতে থাকা কর্মকর্তারা স্বয়ংক্রিয়ভাবে এসইএস-এর সদস্য হবেন।

একইসাথে, প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সহকারী কমিশনার থেকে শুরু করে বিভাগীয় কমিশনার পর্যন্ত পদে পদায়িত হবেন এবং ২০২৬ সালের শুরুতেই নতুন পে স্কেল কার্যকর হতে পারে, যা অন্তর্বর্তী সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে।