
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘বছরের ব্যবধানে চিত্র পাল্টালো, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার প্রশ্নে মুলা ঝুলালো।’
শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
গত বছর জুলাই আন্দোলনের সমন্বয়কদের সাথে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের একটি ছবি এবং গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের সাথে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি কোলাজ করে ফেসবুকে পোস্ট করেন হান্নান মাসউদ।
পোস্টের ক্যাপশনে তিনি আরও লেখেন, ‘অভ্যুত্থানের প্রতিনিধিত্বকারী হিসেবে এনসিপি এই মুলা ঝুলানোর নাটকে অংশ নেয়নি। এটাই এনসিপির জুলাই অভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট।’
“‘ক্ষমতার প্রশ্নে নয়, জনতার প্রশ্নে আমরা ছাড় দিই না’-এটাই আমাদের রাজনীতির মূল ভিত্তি, মূল লড়াই”, যোগ করেন তিনি।
সূত্র : জনকণ্ঠ