প্রচ্ছদ জাতীয় গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ

‎বগুড়ার শেরপুর উপজেলায় আর্থিক প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রোববার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার গাড়িদহ এলাকার গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের নামফলকে আগুল লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে বলে প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের ধারণা।

‎এদিকে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে জড়িতদের দেখা যায়নি।

‎গ্রামীণ ব্যাংকের গাড়িদহ শাখার ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, সকালে নামফলকে কালি দেখতে পাই। এতেই তিনি নিশ্চিত হন যে, কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছিলেন। প্রতিষ্ঠানটির নৈশপ্রহরী মজিবর রহমান ভোরে অফিসের ভেতরে এসে ঘুমিয়ে পড়েন। ওই সময় আগুন লাগানোর ঘটনা ঘটেছে।

‎জানতে চাইলে শেরপুর থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, ঘটনাস্থলে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে বোতলগুলো দাহ্য পদার্থ বহন করার জন্য ব্যবহার করা হয়েছে। জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।