প্রচ্ছদ জাতীয় বগুড়ায় কী করেছিলেন সামিরা, মনে করিয়ে দিলেন সালমানের ছোট ভাই!

বগুড়ায় কী করেছিলেন সামিরা, মনে করিয়ে দিলেন সালমানের ছোট ভাই!

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার এক নম্বর আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। এবার সে সাবেক ভাবীকে নিয়ে মুখ খুললেন সালমানের ছোট ভাই শাহরান চৌধুরী।

শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে আসেন শাহরান। ভিডিও বার্তায় তিনি জানান, একাধিক শক্তিশালী কারণে সামিরাকে সালমান শাহ হত্যার জন্য দায়ী করা হয়েছে।

সামিরাকে উদ্দেশ করে শাহরান বলেন,
আমি সালমানের ভাই। সে কারণে আপনার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল। আমি আপনাকে ফোন করেছিলাম। কিন্তু আপনি আমার ফোন ধরেননি। আমার মনে হয় আপনার বয়স হয়েছে কিংবা অনেক কিছুই আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করবো না। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেন যে, আপনি বগুড়া থেকে কোন কারণে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন? আমার ভাই কিন্তু সবকিছুই আমার সাথে শেয়ার করতো।

শাহরান আরও বলেন,
আমি আজকে লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন এবং কেন ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। সেটা আপনি ভালো করে জানেন। আমি বলবো, আপনার কর্মের জন্য আপনি মাফ চান।আল্লাহর কাছে মাফ চান।

ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান। লাইভে জানান, অভিনয় গুণ না থাকায় সালমান শাহর বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক। আর এ ফারুকই সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। এরপর হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনকেই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে বলেন নায়কের ভাই।

ফেসবুক লাইভের শেষ দিকে কান্নায় ভেঙে পড়েন শাহরান। জানান, সামিরার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত স্বাভাবিক জীবন ছিল সালমান শাহর। নায়কের জীবনে সামিরা আসার পরই নানা মানসিক চাপে একাধিকবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অভিনেতা। কিন্তু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ আত্মহত্যা করেনি বরং তাকে নৃশংসভাবে খুন করা হয়।

সূত্র: সময়ের কণ্ঠস্বর