মাত্র ৩০ বছরেই নিভে গেল ফ্যাশন ইনফ্লুয়েন্সার সুরভি জৈনের জীবনপ্রদীপ। দীর্ঘদিন মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ে অবশেষে পাড়ি জমালেন না ফেরার দেশে। গত ১৮ এপ্রিল মারা যান তিনি।
শনিবার (২০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে সুরভির মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার পরিবার। গত ১৯ এপ্রিল গাজিয়াবাদে শেষকৃত্য সম্পন্ন হয়েছে সুরভির।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তা ছিল সুরভির। অনেকেই তার ফ্যাশন স্টেটমেন্ট পছন্দ করেন। তাদের জন্য নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করতেন সুরভি। আট সপ্তাহ আগে শেষ ছবি পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই ছবিতে ছিল দীর্ঘ রোগভোগের ক্লান্তি।
ছবির ক্যাপশনে হৃদয় বিদারক বার্তা দিয়ে সুরভি লিখেছেন—‘জানি, আমি আমার শরীর খারাপ নিয়ে আপনাদের বিশেষ কিছু জানাতে পারিনি, তা ঠিক হয়নি কারণ আপনারা রোজ আমাকে মেসেজ পাঠিয়েছেন।
তবে কী জানেন তো, সময়টা ভালো যাচ্ছে না। আর শেয়ার করার তেমন কিছু নেইও। গত দুমাসের বেশিরভাগ সময় হাসপাতালেই কেটেছে আমার। চিকিৎসা চলছে, অত্যন্ত কঠিন আর আমি চাছি এসব কিছু শেষ হয়ে যাক।’
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ওভারিয়ান ক্যানসারে ভুগছিলেন সুরভি। দুবার এই রোগে আক্রান্ত হন তিনি। প্রথমবার ২৭ বছর বয়সে রোগটি ধরা পড়ে তার। সেসময় বড় অস্ত্রোপচার হয়েছিল ফ্যাশন ইনফ্লুয়েন্সারের। শরীরে প্রায় দেড়শো সেলাই দেওয়া হয়েছিল। এরপর গত বৃহস্পতিবার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুরভি।
সূত্র: এই মুহূর্তে
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |