প্রচ্ছদ জাতীয় ফেসবুকে এসে দুঃখ প্রকাশ করলেন পুলিশ সদস্য

ফেসবুকে এসে দুঃখ প্রকাশ করলেন পুলিশ সদস্য

সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদস্যের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায় পুলিশের প্রতি মানুষের ভালোবাসা ও ঘৃণার বহিঃপ্রকাশ করেন। যা পাঠকের জন্য হুবহু তুলে ধরা হলো :

এক ভাই আমাকে গালি দিলো, যে তোরা হইলি বাপ মায়ের সবচেয়ে খারাপ সন্তান। এদের জন্মের ঠিক নেই। আমার কথা হলো যে ভাই বাংলাদেশে দুই লক্ষ বিশ হাজার পুলিশ। আমি মাইনা নিলাম বাংলাদেশের দুই লক্ষ পুলিশ বাপ মায়ের খারাপ সন্তান কুলাঙ্গার। আমি এক মধ্যবিত্ত পরিবারের ছেলে আমার নুন আনতে পান্তা ফুরায়। আমার চৌদ্দ গুষ্টিতে কেউ গভমেন্ট জব করে না।

আমি কোন কোঠার পুলিশ না। আমি সাধারণ কোঠায় পুলিশ। আমার এই চাকরিটা হবে আমি কখনো আশা করি নাই। আল্লাহ আমার রিজিকের লিখছে পুলিশের চাকরি, আজ আমি চাকরি করি, আজ আমি কুলাঙ্গার। আমি একজন স্টুডেন্ট ছিলাম এসএসসি পাস করে এখানে আসছি।

যাইহোক জনগণ আমাদের গালাগালি দিবে, এটা আমরা শুনি বা আরো শুনতে হবে তা নিয়ে আমার কোন আফসোস নেই। কিন্তু আমার যেটা বলার সেটা হলো, সবাই বলতেছে যে এই পুলিশ সদস্যেদের বাদ দিয়ে দেন। আমরা মেধাবীরা এখানে আসবো। আমরা দেশটাকে গড়বো, ভাই আমাদের ভিতরে হাজার হাজার বিসিএস ক্যাডার আছে। আমার লেখাপড়া এখন চলমান। এই যে দেখেন এখন রাত বাজে তিনটা।

আমি রাস্তার ভিতরে একা কেউ নাই। একাই আছি কার জন্য আছি আমার মা-বাবার জন্য অবশ্যই না দেশের মানুষের জন্য, সবাই ঘুমাচ্ছে আর আমি সারারাত রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করব। সকালে ঘুম থেকে তারা উঠবে ফ্রেশ মাইন্ডে। যখন আমারে দেখবে মানে সরাসরি না পাইলে মনে মনে একটা গালি দিবে শালা কুলাঙ্গারের বাচ্চার মুখটা দেখলাম আমার দিনটা খারাপ।

তাতে আমার কোন আফসোস নাই, কিন্তু কথা হলো যে মেধাবী স্টুডেন্টরা আসবে। বাংলাদেশ তো আবার সরকার গঠন হবে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, জামায়াত আসুক এক্স ওয়াই জেড যে কোন সরকার আসতে পারে দেশের পরিস্থিতি আবার খারাপ হতে পারে। তখন এই যে দেখুন এই যে নতুন করে যে পুলিশ বাহিনী গঠন করা হবে বা যারা আসতে চাচ্ছেন। ভাই আপনাদের কি গালি দিবেনা, আপনারা তো কুলাঙ্গার মায়ের সন্তান না।

আপনারা তো আদর্শ মায়ের সন্তান বাংলাদেশ গঠন করার জন্য পুলিশ বাহিনীতে আসতে চেয়েছিলেন। আপনাদেরও তো তখন গালি দিবে কিন্তু কেমন লাগবে তখন আপনাদের। সব পুলিশ খারাপ না ভাই সবাই এক না সবাইকে এক পালায় মাফিয়েন না, তিন হাজার পুলিশের নিয়োগ আসলে ১৮ লক্ষ আবেদন করে এই ১৮ লক্ষ ফ্যামিলির যে ছেলে মেয়ে এরা তো খারাপ সন্তান না এরা তো মা-বাবার আদর্শ সন্তান। সামনে পুলিশের বড় নিয়োগ আসতেছে, এখানে কি বেগেন্সি খালি থাকবে না সবাই পুলিশের জন্য আবেদন করবে। যার চাকরিটা হবে সে বলবে আলহামদুলিল্লাহ আমি গর্ববোধ করতেছি বাংলাদেশের একজন পুলিশ হতে পেরেছি। এই কথাটা আমিও বলছিলাম মা বাবার মুখে হাসি ফুটছিল আমার মুখে হাসি ফুটছিল। আসলে এগুলো নিয়ে কিছু বলার নেই আমরা জনগণের গোলাম।

জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব হয়তোবা ঠিকমতো জনগণের সেবা দিতে পারতেছি না। এজন্যে হয়তো আমাদের গালাগালি করে, আমি একটা কথা বলি ভাই আমি খারাপ হতে পারি আমার মা-বাবা খারাপ না। প্লিজ মা-বাবা নিয়ে গালি দিয়েন না। অনেকে আবার বলবেন যে শালা পুলিশের পোশাক পরে ভিডিও করতেছো কেন। ভাই আমি সিভিল পোশাক পড়ার সময় পাইনা সারাক্ষণ ডিউটি লেগে থাকে। আমার যখন চাকরি হয়েছিল দুইটা শার্ট কিনছিলাম। ওই শার্ট দুইটা আমি এখনো পরি পুরনো হয়নি। আমার চাকরির বয়স দুই বছরে হিসাব করলে দুই বছরে ৪০ দিন ছুটি পাইছি।৪০ দিনে দুটি শার্ট পূরণ হজার কথা না বা পূরণ হয়ে যায় না কারণ আমি হলাম গরীবের সন্তান। আমার ৪০ দিনে দুটো শার্ট পুরাতন হয় না আমি ওই শার্ট দুটা আরো দুই বছর পড়তে পর্ব ইনশাল্লাহ। ঠিক আছে এখন এই পোশাক পরে ভিডিও করাটা বাধ্য হলাম।

যাইহোক, আমি আর পোশাক পরি ভিডিও করব না আর যারা গালাগালি করেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে। ভাই আমার মা আছে বাবা আছে আত্মীয় স্বজন আছে আমার জন্য আমার ফ্যামিলিটা কি খারাপ ভাববেন না। আমি আমার মা-বাবাকে অনেক সম্মান করি। আমি বাংলাদেশের পুলিশকে বাহিনীকে সম্মান করি, বাংলাদেশের মানুষকে ভালোবাসি। আপনারা গালি দিবেন সহ্য করে নেব। কিন্তু মা-বাবাকে দিয়েন না ভাই বুকের বাম পাশে লাগে। আমাদের কষ্টটা যদি বুঝতে হয় আমাদের রুলস যদি বুঝতে হয় অবশ্যই আপনাকে আমাদের এই চাকরিটা করতে হবে, না হলে আপনি আমাদের ব্যাথা বুঝবেন না। সারাদিন আপনাদের বকবক করে বুঝাতে পারবো না আমরা পরিস্থিতির শিকার নাকি অন্য কিছু এগুলো সারাক্ষণ বললে বুঝাতে পারবো না। যাইহোক আবেগে অনেক কথা বলে ফেললাম আপনার আবার কষ্ট নিবেন না। সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রইলো আল্লাহ হাফেজ।
 

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।