
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার ফজরের নামাজের পর বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বিএনপির হামলায় আহত জামায়াতের কর্মীরা হলেন— আব্দুল হালিম (৫৪), ফয়েজুল্লাহ (৪৩), মোহাম্মদ ইমান (২৪), তানজিল (২২) ও রাতুল (২৬)। অন্যদিকে সংঘর্ষে আহত বিএনপির কর্মীরা হলেন— বাবু (২৬), আইয়ুব (৪২), শামীম (২৫), শিমু (২৮), উজ্জ্বল বেগম (৩৭), কোহিনুর (৪২), লামিয়া (২২)
গুরুতর আহত দুজনকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কয়েকজন কর্মী মনিরাম বাজারসংলগ্ন টবগী ৭নং ওয়ার্ডে নির্বাচনি গণসংযোগে যান।
এ সময় তারা বিএনপির এক নেতার বাড়িতে গেলে সেখানে থাকা বিএনপির কয়েকজন কর্মী তাদের প্রচারে বাধা দেন। জামায়াতের কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষে রূপ নেয়।
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মনোরঞ্জন বর্মণ জানান, দুই পক্ষ থেকেই মৌখিকভাবে তাকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।













































