প্রচ্ছদ জাতীয় ফারুকীকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়ার দাবি চরমোনাই পীরের

ফারুকীকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেয়ার দাবি চরমোনাই পীরের

সংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা পদ থেকে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম। শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এ দাবি তুলেন।

সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যারা আওয়ামী লীগ করবেন তারা দেশদ্রোহী। দলটির নেতাকর্মীদের নতুন নেতৃত্ব খোঁজা দরকার। বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে ভারত ও সে দেশের কিছু সংবাদমাধ্যম নীলনকশা করছে।

তিনি আরও বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ভারত বন্ধুরাষ্ট্র বললেও কখনো ভালো বন্ধুর পরিচয় দিতে পারেনি। ইসকন কোনো ধর্মীয় সংগঠন নয়। এটি সন্ত্রাসী বাহিনী।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।