
জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দুরত্ব, বিভাজন, অসামঞ্জস্যপূর্ণ আচরণ পরিলক্ষিত হচ্ছে। বিষয়টি বুঝতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাংগঠনিক প্রতিনিধি মারফত প্রার্থীদের পরস্পরের প্রতি বিষোদগার পরিহার করে, সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে দলের জন্য নিজ নিজ অবস্থান থেকে কর্মকাণ্ড পরিচালনা করার নির্দেশনা দেন।
এ বৈঠকে সম্ভাব্য ৫ প্রার্থী উপস্থিত ছিলেন। তারা হলেন: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গণি চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আলহাজ্ব ছালাহ উদ্দিন ও মোঃ সরোয়ার আলমগীর, এবং ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্ণেল (অবঃ) আজিম উল্লাহ বাহার চৌধুরী।
সম্ভাব্য প্রার্থীগণ নিরাপদ ফটিকছড়ি অক্ষুন্ন রাখতে তারেক রহমানের নির্দেশনা মেনে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে আশ্বস্ত করেছেন বলে জানা গেছে।
সূত্র: জনকণ্ঠ