
২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে ‘ধৃষ্টতাপূর্ণ’ মন্তব্য করায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে সমন্বিত শিক্ষার্থী সংসদ।
রোববার (২৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির জিএস প্রার্থী মাহিন সরকার।
মাহিন সরকার বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান সম্প্রতি ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তিসমূহ নিয়ে এক চূড়ান্ত ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সারা দেশের যারা এই আন্দোলনে রাজপথে ছিল, তারা ব্যথিত হয়েছেন। ২৪-এর গণঅভ্যুত্থান আমাদের এই প্রজন্মের অহংকার। এটি রক্ত দিয়ে কেনা বিপ্লব। কেউ যদি এই ইতিহাস মুছে দিতে চায়, তাহলে তাকে শক্তভাবে মোকাবেলা করা হবে।
তিনি অভিযোগ করেন, এটি ফজলুর রহমানের একক ঘটনা নয়; পূর্বেও তিনি একই ধরনের ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেছেন, কিন্তু বিএনপি বা ছাত্রদল কখনও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। বরং এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতিও পাওয়া যায়নি।
মাহিন আরও বলেন, ৭১ এবং ২৪-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি দাঁড় করিয়ে ফজলুর রহমান যে মিথ্যাচার করেছেন, তা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যায়। এর মাধ্যমে বাংলাদেশের আজাদীর ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।
তিনি ফজলুর রহমানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বলেন, যদি বিএনপির অনুসারী ছাত্র সংগঠনগুলো তাদের অবস্থান পরিষ্কার না করে, তাহলে তাদের নিয়েও সাধারণ শিক্ষার্থীরা সন্দেহ প্রকাশ করতে বাধ্য হবে।
এ সময় মাহিন সরকার ঘোষণা দেন, সমন্বিত শিক্ষার্থী সংসদ শুধু ডাকসু নির্বাচন নয়, বরং জাতীয় রাজনৈতিক ইতিহাস সংরক্ষণেও ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী সংসদের ভিপি এজিএসসহ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।