প্রচ্ছদ আর্ন্তজাতিক প্লেনে ‘ব্যবহৃত কনডম, অন্তর্বাস’, দুঃসহ অভিজ্ঞতা বিমানবালার

প্লেনে ‘ব্যবহৃত কনডম, অন্তর্বাস’, দুঃসহ অভিজ্ঞতা বিমানবালার

প্লেনের ভেতর কী কী জিনিস পান এবং কী ধরনের সমস্যার সম্মুখিন হন সে ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছেন এক বিমানবালা। দীর্ঘ ২৫ বছর ধরে বিমানখাতের সঙ্গে সংশ্লিষ্ট এই ব্যক্তির দেওয়া তথ্যে রীতিমতো চমকে গেছেন অনেকে।

নাম প্রকাশ না করা এই বিমানবালা যুক্তরাষ্ট্রের বিভিন্ন এয়ারলাইন্সে কাজ করেছেন। রেডিটে ‘যা ইচ্ছে জিজ্ঞেস করুন’-এর একটি সেশনে তিনি এ ব্যাপারে বিভিন্ন তথ্য জানান।

একজন তাকে জিজ্ঞেস করেন, কাজ করার সময় সবচেয়ে জঘন্য কোন জিনিসগুলো তিনি দেখেছেন। জবাবে তিনি বলেন, ‘ব্যবহৃত কনডম, ছেলে ও মেয়েদের অন্তর্বাস এবং ব্যবহৃত তুলা।’

তিনি আরও জানিয়েছেন, কিছু উগ্র যাত্রীর কারণে বিমানবালারা মানসিক যন্ত্রণায় ভোগেন।

এই বিমান বালা আরও জানিয়েছেন, প্রায় প্রতি সপ্তাহেই অন্তত একজন যাত্রী পেয়ে থাকেন যিনি প্লেনের ভেতর ধুমপানের চেষ্টা করেন।

আরেকজন তাকে জিজ্ঞেস করেন, প্লেনে কোনো মাতাল যাত্রী পান কি না। জবাবে তিনি বলেন, “সব সময় না। আমি বলব প্রতি ছয়মাসে একজন। তবে এটি নির্ভর করে কোন শহরে আপনি যাত্রা করছেন। উদাহরণ হিসেবে, লাস ভেগাসে অনেক মাতাল যাত্রী বিমানে ওঠার চেষ্টা করেন।”

তবে তিনি তার জীবনে সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন যখন দেখেছেন প্লেনের সিটে যাত্রীরা ‘প্রস্রাব এবং পায়খানা’ করে দিয়েছেন। এছাড়া যাত্রীদের মারামারির বিষয়টিও খারাপ অভিজ্ঞতা বলে জানিয়েছেন তিনি।

এছাড়া এক যাত্রী তার ওপর থুথু মারার চেষ্টা করেছিল। যা তার জীবনের অন্যতম খারাপ অভিজ্ঞতা ছিল।

তবে এই কঠিন কাজ করেও বিমানবালারা যে আর্থিকভাবে সন্তুষ্ট হবেন সে সুযোগ থাকে না বলে দাবি করেছেন তিনি। বিশেষ করে যারা প্রথম অবস্থায় আসেন তারা কষ্ট ভোগ করেন।

তার মতে, এই পেশার অনেক ভালো দিকও আছে। যেমন— নতুন নতুন শহরে যাওয়া যায়, ভ্রমণ ভাতা পাওয়া যায়, চিকিৎসা ভাতা পাওয়া যায় এবং প্রতিদিন নতুন অভিজ্ঞতা পাওয়া যায়।

তবে বাড়ি থেকে প্রতিবার তিনদিন করে দূরে থাকা এবং উগ্র যাত্রীদের সামলানোর কাজটি সবসময় কঠিন বলে জানিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।