
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সোহেল রানা বাসুদেবপুর সাজীপাড়ার মো. সাহেব আলীর একমাত্র ছেলে। রানা নলডাঙ্গা উপজেলার ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আত্রাই-নাটোর রোডে মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয় সোহেল রানা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মেডিকেলে সে মারা যায়।
এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বিএনপি একজন নিবেদিত কর্মী হারাল। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। চলতি বছর সোহেল রানা নবাব সিরাজউদদৌলা সরকারি কলেজ থেকে রসায়ন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তিনি এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন।
সুত্রঃ কালবেলা









































