
বহুতল ভবনে দাউ দাউ করে জ্বলছিল আগুন। সেই অগ্নিশিখা থেকে প্রাণে বাঁচতে ভবনের ৯ তলা থেকে লাফ দিয়েছেন এক বাবা ও তার দুই শিশু সন্তান। তবে সেই আগুন থেকে রক্ষা পেলেও এত উঁচু থেকে লাফ দেওয়ায় তাদের তিনজনেরই মৃত্যু হয়।
আজ মঙ্গলবার (১০ মে) সকালে ভারতের দিল্লির দরগা সেক্টর-১৩ এর শপথ সোসাইটির একটি ভবনে আগুন লাগে। যা মুহূর্তের মধ্যে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ওই সময় ভবনের বাসিন্দারা বাঁচতে আকুতি জানান। তারা অনেকে বাড়ান্দায় এসে আশ্রয় নেন। ওই সময় ১০ বছর বয়সী একটি ছেলে ও মেয়ে শিশু বাড়ান্দা থেকে লাফ দেয়।
পরবর্তীকালে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাদের মৃত ঘোষণা করা হয়। দুই শিশু লাফ দেওয়ার কিছুক্ষণের মধ্যে তাদের বাবাও লাফ দেয়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনিও মারা যান।
দুই শিশু ও এই বাবা মারা গেলেও তার স্ত্রী ও অপর এক ছেলে আগুন থেকে বেঁচে যায়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যারা ভবনটির নিচের দিকে ছিলেন তারা দ্রুত বের হয় যেতে সমর্থন। তবে যারা উপরে ছিলেন তারা আটকে যান। পরবর্তীকালে সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে এনে ভবনের সবাইকে উদ্ধার করেন। তবে তার আগেই ওই তিনজন লাফিয়ে পড়ায় প্রাণ হারান।
সূত্র: গালফ নিউজ