অপরাধ: সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত প্রশ্নফাঁসের ঘটনায় নাম জড়িয়েছে অনেকের। তাদের মধ্যে একজন লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান। তার বিরুদ্ধে প্রশ্নফাঁস-কাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগের জরুরি সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত হয়। সভা শেষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
এতে বলা হয়, সংগঠনবিরোধী, শৃঙ্খলাপরিপন্থি, অপরাধমূলক ও সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমানকে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।
এ ব্যাপারে আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী বলেন, ‘পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মিজানুর রহমানের নাম এসেছে। তাই তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত মিজান আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।’
স্থানীয়রা জানান, মিজানুর রহমানকে এলাকায় কেউ চিনতো না। ২০১৮ সালের পর থেকে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের সাথে ওঠাবসা শুরু হয় তার। উপজেলার সরকারি ও দলীয় প্রোগ্রামে অংশ নিতো। এতে অন্য সাধারণ মানুষের মতোই তাকে মনে হতো। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলমের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে ও ভোটের প্রচারণায় যোগ দেয়। এরপর ২ বছর আগে সম্মেলনের পরে সহসভাপতির পদ বাগিয়ে নেয়।
আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সংগঠনবিরোধী কাজের জন্য মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |