দেশজুড়ে: রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় দুবাই প্রবাসীর স্ত্রী রোজিনা ওরফে আরজিনা হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। পরকীয়ায় আসক্ত হয়ে দুই লাখ টাকা চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে হত্যা করে প্রবাসী স্বামী লিটন শেখ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার। এ ঘটনায় মো. শিহাব শেখ (৪৫) নামে এক আসামিকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিহাব পাংশা উপজেলার বাজেয়াপ্ত বাগলী গ্রামের হেকমত আলী শেখের ছেলে।
পুলিশ জানায়, গত ৯ ফেব্রুয়ারি সকালে উপজেলার পাট্টা ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের বাঁশবাগান থেকে আরজিনার মরদেহ উদ্ধার করে পুলিশ। ১০ ফেব্রুয়ারি নিহত আরজিনার বাবা মো. আবজাল খাঁ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে পাংশা থানায় মামলা দায়ের করেন।
এরপর তদন্তে নামে পুলিশ। শুক্রবার রাতে পাংশা থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামি মো. শিহাব শেখকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানো হলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
পাংশা মডেল থানার ওসি স্বপন কুমার মজুমদার কালবেলাকে জানান, আরজিনার স্বামী দুবাই প্রবাসী লিটন শেখ পরকীয়ায় আসক্ত হয়ে আরজিনাকে হত্যা করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী দুই লাখ টাকা চুক্তিতে আসামি শিহাব ও তার সহযোগীদের ভাড়া করেন বিদেশে বসেই। পরিকল্পনা অনুযায়ী গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে আরজিনাকে তার স্বামী লিটন শেখ ফোন করে বলে বাইরে লোক আছে, তাদের সঙ্গে দেখা করতে। স্বামীর কথায় আরজিনা দরজা খুলে বের হলে হত্যাকারীরা বাড়ি থেকে সুকৌশলে পাশের বাঁশবাগানে নিয়ে যায়। পরে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে এবং গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে। এ ঘটনায় অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |