প্রচ্ছদ সারাদেশ প্যারোলে মুক্তি পেয়ে মধ্যরাতে জামায়াতের সহ সেক্রেটারির সহধর্মিনীর জানাজায় অংশগ্রহণ

প্যারোলে মুক্তি পেয়ে মধ্যরাতে জামায়াতের সহ সেক্রেটারির সহধর্মিনীর জানাজায় অংশগ্রহণ

দেশজুড়ে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কারারুদ্ধ জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামের সহধর্মিনী, জামায়াতের রুকন (সদস্য) শামসুন্নাহার ইসলাম গতকাল রাত ২:৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ৬৭ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি কারারুদ্ধ স্বামী, ১ পুত্র ও ৪ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

উল্লেখ্য, মরহুমার স্বামী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কারুরুদ্ধ জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম প্যারোলে মুক্তি পেয়ে মরহুমার জানাযায় অংশগ্রহণ করেন। জানাযায় ইমামতি করেন সংগঠনের ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জনাব হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, এ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি জনাব মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামসহ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মী এবং শতশত মুসল্লী জানাযায় শরীক হন। ১ মার্চ রাত ১২টার দিকে ধানমন্ডি ঈদগাহ মাঠে জানাযা শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

#শোকবাণী

শামসুন্নাহার ইসলামের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ১ মার্চ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, শামসুন্নাহার ইসলামের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।

শোকবাণীতে তিনি আরো বলেন, তাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ক্ষমা ও রহম করুন এবং তাঁর কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।