হেড লাইন: ঢাকা- ১৭ আসনে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজে ৫টি কেন্দ্র। এর মধ্যে ৬৭ নং কেন্দ্রটি নারীদের। এখানে মোট ভোটার ৩ হাজার ১৩৬ জন। এই কেন্দ্রর ৬টি বুথের মধ্যে পৌনে ১০ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র একটি। বাকি ৫টি বুথে কোনই ভোটই পড়েনি। আর নৌকা ছাড়া অন্য কোনো প্রতীকের এজেন্টও দেখা যায়নি এই কেন্দ্রে।
ভোট কম পড়ার কারণ জানতে চাইলে ঢাকা ১৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. এ আরাফাত গণমাধ্যমকে বলেন, ‘গুলশান এলাকার লোকজন সচরাচর একটু দেরিতে ভোটকেন্দ্রে আসে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।’এর আগে নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, ঢাকা অভিজাত এলাকা, তাই সাজুগুজু করে কেন্দ্রে আসতে দেরি হচ্ছে।
এদিকে নির্বাচনে সারাদেশে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘণ্টায় ১৮.৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। রোববার (৭ জানুয়ারি) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, সকাল ৮টা দুপুর বেলা ১২টা পর্যন্ত বিভাগভিত্তিক ভোট পড়ার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এই সময়ে ঢাকা বিভাগে ১৭ শতাংশ, চট্টগ্রামে ২০ শতাংশ, সিলেটে ১৮ শতাংশ, বরিশালে ২২ শতাংশ, খুলনায় ২১ শতাংশ, রাজশাহীতে ১৭ শতাংশ, ময়মনসিংহে ২০ শতাংশ ভোট পড়েছে। সেই হিসেবে গড়ে ৮টি বিভাগে ১৮.৫০ শতাংশ ভোট পড়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |