প্রচ্ছদ হেড লাইন পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

পেঁয়াজের দাম নিয়ে বড় সুখবর

হেড লাইন: দিনাজপুরের হিলি বন্দর বাজারে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা কমেছে পেঁয়াজের দাম। হিলি বন্দর বাজারে আসা এসব পেঁয়াজ ভারত থেকে আমদানিকৃত। প্রকার ভেদে এসব পেঁয়াজ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে ভারতের নতুন পেঁয়াজ এসেছে, যার কারণে দামও কমছে। এদিকে দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে হিলি বাজার ঘুরে জানা যায়, এক সপ্তাহের ব্যবধানে বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা। এক সপ্তাহ আগে যে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছিলো পাইকারি বাজারে ৯০ থেকে ৯৫ টাকা কেজি দরে। আজ তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭৫ টাকা কেজি হিসেবে। কম দাম পেঁয়াজ কিনতে পেরে খুশি নিম্ন আয়ের মানুষ। হিলি বাজারে সবজি কিনতে আসা আব্দুল রাজ্জাক বলেন, “বাজারে পেঁয়াজের দামটা অনেকটা কমে গেছে। এর আগে ১০০ টাকা কেজি কিনেছিলাম। আজ ৭০ টাকা কেজি দরে কিনলাম। তবে যদি আগের স্বাভাবিক দামে কিনতে পারতাম তাহলে আমাদের জন্য ভাল হতো।”

খুচরা ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, “পেঁয়াজের দাম কমেছে। আমরা ভাল মানের পেঁয়াজ ৭০ থেকে ৭৫ টাকা পাইকারি কিনে তা খুচরা ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি।” হিলি বাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, “এক সপ্তাহ ধরে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। ভারতে নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে। যার কারণে ঐদেশে দাম কমে গেছে। এছাড়াও প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। আমরা প্রকার ভেদে ৬০ থেকে ৭৫ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি।”

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।