প্রচ্ছদ অপরাধ ও বিচার পুলিশ পরিচয়ে বিয়ে, পরে জানা গেল চাঞ্চল্যকর তথ্য

পুলিশ পরিচয়ে বিয়ে, পরে জানা গেল চাঞ্চল্যকর তথ্য

অপরাধ: দেখতে স্মার্ট। নিজের সুঠাম দেহ ও সৌন্দর্যকে কাজে লাগিয়ে বেছে নেয় প্রতারণার পথ। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়লেও সরকারি কর্মকর্তা ও পুলিশ পরিচয় দিত। প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে লুটে নিত টাকা ও মূল্যবান সামগ্রী।

পিকআপ ভ্যানচালক থেকে এভাবে প্রতারক হয়ে ওঠা মনির মিয়া পুলিশের এসআই পরিচয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের এক নারীকে বিয়ে করেছিল। তবে এতে এলাকাবাসীর সন্দেহ হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে যাচাই করলে ধরা পড়ে মনিরের প্রতারণার বিষয়টি। মঙ্গলবার মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে বলে ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান জানিয়েছেন।

এর আগে ঈশ্বরগঞ্জের এক স্বামী পরিত্যক্ত নারীকে গত ২ ফেব্রুয়ারি ১০ লাখ টাকা কাবিনে বিয়ে করে সে। এফিডেভিটে ঠিকানা উল্লেখ করা হয় নেত্রকোনার সাতপাই। এলাকার আবদুর রহমানের ছেলে সে।

যদিও মনিরের মা মঞ্জুরা খাতুন দাবি করেছেন, তাদের বাড়ি পূর্বধলা উপজেলার হিরণপুরের মাতাঙ্গ গ্রামে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। ভৈরবে থেকে পিকআপভ্যান চালাত। পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে।

পুলিশ জানিয়েছে, মনির এসআই পরিচয়ে বিয়ে করে ঈশ্বরগঞ্জে অবস্থান করলে স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে পুলিশের পোশাক পরা ছবি ও ভিজিটিং কার্ড দেখায় সে। তবে বিশ্বাসযোগ্য না হওয়ায় থানায় জানায়। পরে এসআই ওমর ফারুকের নেতৃত্বে পুলিশ সদস্যরা রোববার রাতে তার পরিচয়পত্র যাচাই করে। সে জানায়, ভৈরব থানায় কর্মরত। কিন্তু যাচাইয়ের পর ভুয়া প্রমাণিত হয়। পরে তাকে পুলিশ থানায় নিয়ে যায়।

এ দিকে ঘটনার পর ভুক্তভোগী নারীও বাড়ি থেকে সরে গেছে। তার মা জানিয়েছেন, কয়েক মাস ধরে মোবাইল ফোনে মেয়েটির সঙ্গে কথা হতো মনিরের। তারা আদালতে বিয়ে করে বাড়িতে এসে হাজির হয়। পুলিশ জামাই ভেবে তাদের আপ্যায়ন করছিল। তবে প্রতারক ভাবতে পারেননি। তিনি মনিরের শাস্তি দাবি করেন।

পুলিশ সূত্র জানায়, মনিরের বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৬ সালে ময়মনসিংহ কোতোয়ালি থানায় ছিনতাই ও হত্যা, ২০২২ সালে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞান করে লুট এবং গত বছর ঢাকা মেট্রোপলিটনের শাহআলী থানায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। তিনটি মামলায় নিজের জেলা নেত্রকোনা ঠিক রাখলেও ভুল তথ্য দিয়ে গ্রাম ও উপজেলার ভিন্ন ঠিকানা ব্যবহার করেছে সে। তিনটি মামলায়ই জেল খেটে বেরিয়ে ফের শুরু করে প্রতারণা।

মনিরের মা মঞ্জুরা খাতুন বলেন, ‘ছেলেডারে কষ্ট কইর‌্যা বড় করলেও সে আমাদের দেখে না। গত বছর তার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মাইয়্যার জামাইরা কিছু টেহা দিয়ে চিকিৎসা করাইছে, বাপেরেও হে দেহে নাই।’ এ সময় ছেলের অপরাধের কথা শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি।

ঈশ্বরগঞ্জ থানার এসআই ওমর ফারুক বলেন, ভুয়া পরিচয়ে প্রতারণা ও অজ্ঞানপার্টির চক্রের সঙ্গে কাজ করে মনির। বিয়ের ফাঁদে ফেলে টাকা-পয়সাও লুটে নেয়। দুটি বিয়ের কথা সে স্বীকার করেছে। তার ফোন যাচাই করে দেখা গেছে, পুলিশের পোশাক পরা ছবি দেখিয়ে কাজ করে দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিত সে। এখনও তথ্য গোপন করতে চাইছে

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।