সারাদেশ: জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৭ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে জয়পুরহাটের এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের অর্থ-বিত্ত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর এবার তা অনুসন্ধানের নির্দেশ দিলেন হাইকোর্ট।
গত বছরের ৬ আগস্ট এক গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে ওই দুই ভাইয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে। প্রতিবেদনে বলা হয়, বাবার অর্থ-বিত্ত তেমন না থাকলেও দুই ভাই পুলিশের চাকরি পাবার পরই বিদ্যুৎগতিতে বাড়তে থাকে তাদের অর্থ-সম্পত্তি। কম করে হলেও দেড় শ’ কোটি টাকার সম্পদের মালিক তারা।
এসপি নুরে আলম ও তার ভাই সারে আলমের বিরুদ্ধে দুর্নীতির বিষয়-সম্পত্তির বিস্তারিত বিবরণসমৃদ্ধ অভিযোগ দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিকবার জমা পড়েছে। অভিযোগগুলো শতভাগ দুদকের তফসিলভুক্ত হলেও রহস্যজনক কারণে মামলা হয়নি একটিও।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |