অপরাধ: সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে সরা দেশে ‘দোয়া ও গণ মিছিল’ কর্মসূচিতে পুলিশি হামলার শিকার হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচিতে পুলিশ বাঁধা দিলে এক মহিলা পুলিশকে লক্ষ্য করে বলেন, জুতা দিয়ে একদম ঠিক করে ফেলবো।
শুক্রবার ( ২ আগষ্ট ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সুরমা এলাকা ও তেমুখী পয়েন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে জড়ো হতে চাইলে পুলিশ বাঁধা দেন।
শিক্ষার্থীরা পুলিশি বাঁধা উপেক্ষা করে গণ মিছিলে অংশগ্রহণ করতে চাইলে পুলিশ শিক্ষার্থীদের উপর গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ইত্যাদি নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় কয়েকজন শিক্ষার্থী ছত্রভঙ্গ হয়ে সিলেটের আখালিয়া আবাসিক এলাকায় প্রবেশ করলে পুলিশও প্রবেশ করে।
এসময় আখালিয়া আবাসিক এলাকা এক মহিলা পুলিশকে লক্ষ্য করে বলেন, আমার মা অসুস্থ আর আপনারা বাসা বাড়িতে এসেও গুলি চালাচ্ছেন, জুতা দিয়ে একদম ঠিক করে ফেলবো বেয়াদব সকল।
সূত্র: The Daily Campus
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |