
হেড লাইন: গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়। সেই রেশ ধরে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নগরে প্রতিটি মহাল্লায় মিছিল করে। এ ঘটনায় প্রেক্ষিতে রাতে যৌথবাহিনী অভিযান চালায়।
অভিযানে এরশাদ নগর পুরো এলাকাটি ঘেরাও করে ফেলে সেনাবাহিনীর সদস্যরা। টানা তিন ঘণ্টার অভিযানে ৪৯ নং ওয়ার্ড এলাকায় সন্ত্রাসী সজিব হোসেন ও বিপ্লবকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে এরশাদ নগর তিন নম্বর বেরি বাঁধ টেকবাড়ি এলাকায় কয়েকটি রিকশার গ্যারেজ দখল নিয়ে এই সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত ১০টার দিকে ঘটনাস্থলে পাঁচজনকে কুপিয়ে জখম করে। আহতদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরনো বিরোধের জেরেই টঙ্গীর এরশাদনগর এলাকার আনোয়ার গ্রুপ ও কামরুল ইসলাম ওরফে কামু গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতের সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আনোয়ার গ্রুপের সমর্থকরা কামরুল ইসলাম কামু গ্রুপের সমর্থক হৃদয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। সংঘর্ষে উভয়পক্ষের কয়েকজন আহত হয়। এ ঘটনায় বুধবার রাতে যৌথবাহিনী এরশাদনগর এলাকা ঘেরাও করে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
সূত্র : Channel 24