বাংলাদেশে সম্প্রতি প্রাণহানির ঘটনায় এবং কঠিন এই সময়ে মায়ের পাশে থাকতে না পারায় নিজের মনোভাবের কথা জানিয়েছেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। তিনি বলেছেন, “আমার ভালোবাসার বাংলাদেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে।”
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক এক্স বার্তায় এ কথা লেখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। কর্মসূত্রে বর্তমানে তিনি ভারতের দিল্লিতে বসবাস করছেন।
এক্স বার্তায় সায়মা ওয়াজেদ পুতুল লেখেন, “এই সঙ্কটাপন্ন সময়ে আমি আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, তাকে আলিঙ্গন করতে পারছি না, এতেও আমার হৃদয় ভেঙে যাচ্ছে।”
পোস্টে সায়মা ওয়াজেদ জানান, তিনি এখন তার আঞ্চলিক পরিচালকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। পোস্টের শেষে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ট্যাগ করেন।
ছাত্র-জনতার আন্দোলন ও ব্যাপক রক্তক্ষয়ের মুখে ৫ আগস্ট সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ভারতের উদ্দেশে দেশ ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। আপাতত ভারতেই রয়েছেন তিনি।
সরকার পতনের পর প্রেসিডেন্ট সাহাবুদ্দিন পার্লামেন্ট ভেঙে দেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |