
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচনের দাবির তীব্র সমালোচনা করে বলেছেন, “পিআর আমি নিজেই বুঝি না, সাধারণ জনগণ বুঝবে কীভাবে?” তিনি বলেন, এই ধরনের দাবি তুলে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করা হচ্ছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, “গণভোট আর পিআর ছাড়া নির্বাচন হবে না—এমন দাবি তুলে কেউ কেউ নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমরা কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মানব না। দেশকে বাঁচান, নতুন করে বিভাজন সৃষ্টি করবেন না।”
তিনি বিএনপির অবস্থান স্পষ্ট করে বলেন, “পিআর নিয়ে কোনো তর্ক-বিতর্ক থাকলে, তা আগামী নির্বাচিত সংসদে গিয়ে হবে। আপাতত নির্বাচন দিন, দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনুন।”হিন্দু ধর্মাবলম্বী ও নারীদের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে বলেন, “আমরা হিংসার রাজনীতি চাই না।
হিন্দু-মুসলমানের বিভেদ নয়, সবাই মিলেমিশে শান্তিতে থাকতে চাই। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।”বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান ঘোষিত ৩১ দফার আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে উল্লেখ করে তিনি বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান এবং প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার মাধ্যমে সহায়তা করা হবে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন