পাঞ্জাব ম্যাচ দিয়ে শেষ হচ্ছে মোস্তাফিজুর রহমানের এবারের আইপিএল। এবারের আসরে চেন্নাইয়ের জার্সিতে দুর্দান্ত ছন্দে রয়েছেন টাইগার পেসার। এখনও যৌথভাবে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি এখন মোস্তাফিজ। তার সমান ১৪ উইকেট আছে বুমরাহ ও পাঞ্জাব কিংসের পেসার হার্শাল প্যাটেলের ঝুলিতেও।
উইকেট সমান হলেও তুলনামূলক বেশি রান খরচা করার কারণে বুমরাহর কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারছেন না মোস্তাফিজ। তবে এবার টাইগার পেসারের সামনে সেই ক্যাপ কেড়ে নেওয়ার দারুণ সুযোগ এসেছে।
বুধবার (১ মে) নিজেদের ঘরের মাঠ এম চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের মুখোমুখি হচ্ছে মোস্তাফিজদের দল চেন্নাই। এই ম্যাচে মাত্র ১ উইকেট পেলেই পার্পল ক্যাপ ফিরে পেতে পারেন মোস্তাফিজ।
তবে এক্ষেত্রে মোস্তাফিজকে তাকিয়ে পাঞ্জাবের পেসার হার্শালের দিকেও। কারণ, তারও মোস্তাফিজের সমান উইকেট। হার্শালও যদি উইকেট পায়, তাহলে মোস্তাফিজের জন্য সমীকরণটি কঠিন হয়ে যাবে।
স্মিথ-ম্যাগার্ককে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা অস্ট্রেলিয়ার
অর্থাৎ মোস্তাফিজকে উইকেট শিকারের দিক থেকে অবশ্যই হার্শালের চেয়ে এগিয়ে থাকতে হবে। তবেই পার্পল ক্যাপ নিজের মাথাই পরতে পারবেন টাইগার পেসার।
এই ম্যাচে মোস্তাফিজকে নিয়ে একটু বেশিই প্রত্যাশা করা যায়। কারণ, ঘরের মাঠে আগের ম্যাচেও দুটি উইকেট পেয়েছেন তিনি। আর চেন্নাইয়ের স্লো উইকেট মোস্তাফিজের জন্য দারুণ সহায়কও বটে। তবে দেখা যাক, পাঞ্জাবের বিপক্ষে কেমন করেন আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।
ম্যাচ শেষ করেই পর দিন দেশে ফিরবেন ফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। সিরিজের শেষ দুই ম্যাচে খেলার কথা রয়েছে এই টাইগার পেসারের।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |