
ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জরুরি বৈঠক ডাকেন পরমাণু অস্ত্র ব্যবস্থাপনা সংস্থা এনসিএ’র। বিশ্লেষকরা বলছেন, এটি এক ধরনের পারমাণবিক সতর্কবার্তা। পাল্টা জবাবে পাকিস্তান চালিয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’, লক্ষ্য ছিল ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কেন্দ্রসহ তিনটি বিমানঘাঁটি।
ভারতের হঠাৎ ক্ষেপণাস্ত্র হামলার পর পারমাণবিক সিদ্ধান্ত গ্রহণকারী শীর্ষ সংস্থা ন্যাশনাল কমান্ড অথরিটির (NCA) জরুরি বৈঠক ডাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বৈঠকে উপস্থিত ছিলেন সামরিক ও বেসামরিক শীর্ষ কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, এটি পাকিস্তানের ‘প্রথম ব্যবহার’ পারমাণবিক নীতির সতর্ক বার্তা, যা দক্ষিণ এশিয়ায় যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে তুলেছে।
শুক্রবার গভীর রাতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডি, সরকোট ও চকওয়ালের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। যদিও অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে, কিছু আঘাত হানে ঘাঁটির নিকটে।
জবাবে পাকিস্তান শুরু করে প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’। টার্গেট করা হয় ভারতের অমৃতসরের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র গুদাম, পাঠানকোট ও উধমপুর বিমানঘাঁটি।










































