খেলাধুলা: বিশ্ব ক্রীড়াঙ্গনে পাকিস্তান-ভারতের মধ্যকার ম্যাচ মানেই দু’দেশের মর্যাদার লড়াই। যার উত্তাপ ছড়িয়ে যায় দেশ ছাড়িয়ে সীমান্তের ওপারেও। তবে রাজনৈতিক টানাপোড়েনের কারণে সচরাচর দেখা যায় না এ দু’দলের দ্বৈরথ। বিশেষ করে ক্রিকেটে পাকিস্তান-ভারতের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমী। তবে আইসিসির ইভেন্ট ছাড়া এ দু’দলের দ্বৈরথ দেখা কষ্টসাধ্য ব্যাপার। তাই তো আইসিসিও নিজেদের বড় বড় ইভেন্টগুলোতে দু’দলের ম্যাচ থেকে মুনাফা লাভের আশায় থাকে।
শেষবার এ দু’দলের মুখোমুখি দেখা হয়েছিল গত বছরের ওয়ানডে বিশ্বকাপে। যেখানে পাকিস্তানকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল রোহিত-কোহলিরা। আর টি-টোয়েন্টি ফরমেটে দু’দলের শেষ দেখা গত বছরের এশিয়া কাপে। সেখানে পাকিস্তান নাস্তানাবুদ হয় ভারতের কাছে। আর ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ দেখায় শেষ বলে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় তুলে নেয় ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের হিসেবে ২ বছর পর বিশ্বমঞ্চে আবারো দেখা হতে যাচ্ছে এ দু’দলের। সবকিছু ঠিক থাকলে আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। এ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে কথার লড়াই। যে লড়াইয়ে এবার যুক্ত হয়েছেন পাকিস্তানের হয়ে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ক্রিকেটার কামরান আকমল। জানিয়েছেন হাইভোল্টেজ ম্যাচটিতে জয়ী দলের নামও। খবর ক্রিকেটপাকিস্তান
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ভক্তদের সঙ্গে এক প্রশ্নোত্তর সেশনে আকমল চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যে হাইভোল্টেজ ম্যাচের সম্ভাব্য বিজয়ীর বিষয়ে ভবিষ্যদ্বাণী করতে বলা হয়েছিল। যেখানে আকমল জানান, অবশ্যই ভারত। উল্লেখ্য যে ভারত ও পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপে সাতবার মুখোমুখি হয়েছে, যেখানে ভারত পাঁচটি ম্যাচ জিতেছে এবং পাকিস্তান মাত্র একটিতে জিতেছে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বোল আউটের মাধ্যমে জয় পেয়েছিল। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি জয় পায় পাকিস্তান। টেক্সাসে ৬ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে পাকিস্তান। ৫ জুন নিউইয়র্কে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে ভারত।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |