প্রচ্ছদ আর্ন্তজাতিক পাকিস্তান ইস্যুতে ভারতের অবস্থান কি হবে স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

পাকিস্তান ইস্যুতে ভারতের অবস্থান কি হবে স্পষ্ট করলো যুক্তরাষ্ট্র

পাকিস্তানের সঙ্গে চরম বৈরিতাপূর্ণ এবং যুদ্ধাবস্থা চলছে উপমহাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারতের। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এ সময় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহতের ঘটনায় ভারতের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি। একইসঙ্গে ভারতের ‘আত্মরক্ষার’ প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন আছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিট হেগসেথ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১ মার্চ) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে তার। তিনি বলেন,ভারতের পাশে আছে যুক্তরাষ্ট্র এবং তারা যেকোন আক্রমণে ভারতের আত্মরক্ষার প্রতি সমর্থন জানান।

অপরদিকে, পেহেলগামের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে এনে, ভারতীয় মন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে অভিযোগ করেন সশস্ত্র গোষ্ঠকে প্রশিক্ষণ ও অর্থায়ন করার ইতিহাস রয়েছে পাকিস্তানের। দুর্বৃত্তায়নে মদদদাতা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের পরিচয় প্রকাশ হয়েছে। তারা বৈশ্বিক সন্ত্রাসবাদকে সমর্থন দিচ্ছে এবং এই অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে। বিশ্ব এই সন্ত্রাসবাদ থেকে আর চোখ বন্ধ করে রাখতে পারে না।”

ভারত ও পাকিস্তানের লাইন অব কন্ট্রোলে (এলওসি) টানা সাতদিন গোলাগুলি হয়েছে। এরপর যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বললেন ভারতের রাজনাথ সিং।

এর আগে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন। ওই সময় রুবিও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন জানিয়েছেন বলে জানান তিনি। তবে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের সঙ্গে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তানের সেনারা। বৃহস্পতিবার ট্যাংক, কামান, গোলা ও তাজা গুলি নিয়ে মহড়া দেয় তারা।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে ২৬ জনকে গুলি করে হত্যা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এ ঘটনায় পাকিস্তান পরোক্ষভাবে জড়িত এমন অভিযোগ তুলে ভারত। এরপর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।