প্রচ্ছদ হেড লাইন ন্যায়ের পক্ষ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে ভারত

ন্যায়ের পক্ষ নিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাবে ভারত

হেড লাইন: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত দেশে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলির পরামর্শক টবি ক্যাডম্যান বলেছেন, “আমরা আশা করি, ইন্ডিয়া একটা ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে এবং সেভাবে আন্তর্জাতিক নর্মস মেনে তাকে (শেখ হাসিনা) বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে যাতে করে তিনি এখানে প্রপারলি নিজেকে ডিফেন্ড করতে পারেন;

তার নিজের আইনজীবী দিয়ে নিজের কেসটাকে মেক আউট করতে পারেন।” সোমবার (২৭ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের এ কথা বলেন ক্যাডম্যান। এ সময় ক্যাডম্যানের সঙ্গে অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম ছিলেন।

তিনি বলেন, “এখানে ফেয়ার ট্রায়াল এনশিউর করা হবে, এ বিষয়টা আমরা দেখাতে চাই; এবং ইন্ডিয়ার উচিত হবে যে, তারা বিচারহীনতার পক্ষে দাঁড়াবে, নাকি একজন মানুষকে বিচারের পক্ষে দাঁড় করাবে। তাকে বিচার থেকে রেহাই দেওয়ার পক্ষে দাঁড়াবে নাকি একটা ন্যায় বিচার হোক তার পক্ষে দাঁড়াবে।” ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত বছরের ৫ অগাস্ট দেশ ছাড়ার পর থেকে শেখ হাসিনা ভারতে থাকছেন। গত ৫ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত সময়ে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে সারাদেশে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের” অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

সূত্র: Dhaka Tribune