
হেড লাইন: ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারের বাসভবনে দীপাবলির অনুষ্ঠানে আমিষ ভোজ খাওয়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন সে দেশে বসবাসকারী হিন্দুদের একাংশ। দীপাবলি উপলক্ষে লন্ডনের ১০, ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। নিমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনীতিক এবং সম্প্রদায়ের নেতারা। অভিযোগ উঠছে, দীপাবলির ওই নৈশভোজে মাংস এবং সুরাও পরিবেশন করা হয়েছিল। এই নিয়েই আপত্তি ব্রিটেনের হিন্দু সম্প্রদায়ের একাংশের। যদিও প্রধানমন্ত্রীর বাসভবন থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
দীপাবলির অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই নিরামিষ খাবার পছন্দ করেন। স্টার্মারের আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। তাঁর আমলেও ১০, ডাউনিং স্ট্রিটে দীপাবলির অনুষ্ঠান আয়োজিত হত। তবে সুনকের সময়ে মাংস বা সুরা দীপাবলির নৈশভোজে রাখা হত না বলেই দাবি অসন্তুষ্ট গোষ্ঠীর। কেন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে কোনও আলোচনা করা হল না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
ব্রিটেনে বসবাসকারী হিন্দু পণ্ডিত সতীশ কে শর্মা এর জন্য দায়ী করছেন প্রধানমন্ত্রীর দফতরকেই। ১০, ডাউনিং স্ট্রিটের আধিকারিকদের ‘সংবেদনশীলতার অভাব’ এবং আলোচনা ছাড়াই সিদ্ধান্ত নেওয়ার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। সমাজমাধ্যমে একটি ভিডিয়োবার্তায় তিনি বলেছেন, “গত প্রায় ১৪ বছরে ১০, ডাউনিং স্ট্রিটে দীপাবলির অনুষ্ঠান মাংস বা সুরা ছাড়াই পালিত হয়েছে। এ বারের অনুষ্ঠানে মাংস এবং সুরা যুক্ত হওয়ায় আমি হতাশ এবং বেশ স্তম্ভিত। প্রধানমন্ত্রীর দফতরের উপদেষ্টাদের এতটা অসতর্কতা এবং অবহেলাপূর্ণ মনোভাব খুবই দুঃখজনক।”
প্রসঙ্গত, এ বারের ১০, ডাউনিং স্ট্রিটে দীপাবলি উদ্যাপনের সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন, কুচিপুডি নৃত্য পরিবেশন-সহ বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠানে একটি বক্তৃতাও করেন স্টার্মার। তবে নৈশভোজে আমিষ খাবার পরিবেশন ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ব্রিটেনে বসবাসকারী হিন্দুদের একটি সংগঠন ‘ইনসাইট ইউকে’-ও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আগামী দিনে এই ধরনের অনুষ্ঠানের সময় যাতে সংবেদনশীলতার সঙ্গে সব দিক বিবেচনা করা হয়, সেই অনুরোধ জানিয়েছে ওই সংগঠন।
সূত্র: anandabazar












































